উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এক শিশুকে প্রাক-প্রাথমিক ক্লাসে ভর্তি করিয়ে না নেয়ার অভিযোগ করা হয়েছে। ওই শিক্ষিকা এর কোন কারণ বলতে পারেননি।
উপজেলার লিচুবাগান এলাকার আবু নৈয়ম মাসুম অভিযোগ করেন যে, তিনি তার ছয় বছর বয়সী ছেলেকে পাশ্ববর্তী এনায়েতপুর ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক ক্লাসে ভর্তির জন্য নিয়ে যান। গত ২৯ জানুয়ারি প্রধান শিক্ষিকার অনুপস্থিতিতে একজন সহকারি শিক্ষক তাকে ভর্তি নেন।
পরদিন সকাল ১০টায় তার ছেলে ওই বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষিকা তাকে ক্লাস থেকে বের করে দেন। বিষয়টি জানতে মাসুমের স্ত্রী মাহফুজা আক্তার স্কুলে গেলে প্রধান শিক্ষিকা ওই শিশুর ভর্তির কাগজপত্র ফিরিয়ে দিয়ে জানান, তাদের বাড়ি স্কুল এলাকায় না হওয়ায় ভর্তি নেয়া হবেনা।
আবু নৈয়ম মাসুম ৩১ জানুয়ারি বিষয়টি লিখিতভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানালে শিক্ষা কর্মকর্তা ওই শিশুকে ভর্তি নেয়ার জন্য প্রধান শিক্ষিকাকে নির্দেশ দেন। এরপর গত রোববার (৪ ফেব্রুয়ারি) মাসুম আবার তার ছেলেকে নিয়ে ওই বিদ্যালয়ে গেলেও প্রধান শিক্ষিকা তাকে ভর্তি নিতে অস্বীকার করেন।
জানতে চাইলে মোবাইলফোনে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শারমিন আক্তার এ ব্যাপারে কিছু বলতে অস্বীকার করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা সাফিয়া আক্তার অপু জানান, ভর্তি না নেয়ার বিষয়টি ঠিক হয়নি। জানা গেছে, আবু নৈয়ম মাসুমের বাড়ি জেলার পত্নীতলা উপজেলায়। দীর্ঘদিন ধরে তিনি স্বপরিবারে মহাদেবপুর উপজেলা সদরে বসবাস করে আসছেন।
ওই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ক্লাসে মাত্র পাঁচজন শিক্ষার্থী থাকলেও তার ছেলেকে ভর্তি নেওয়া হয়নি। তিনি তার শিশুপত্রকে ভর্তির জন্য এখন তিনি দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF