
মোঃ সেলিম উদ্দিন খান (বিশেষ প্রতিনিধি)
মিয়ানমার থেকে ছোঁড়া গোলার আঘাতে ঘুমধুম সীমান্তে দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি।ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহফুজুর রহমান বাংলাদেশে প্রতিদিন খবর কে, এই তথ্য নিশ্চিত করেছেন। মাহফুজুর রহমান বলেন, আজ সোমবার বেলা আড়াইটার দিকে মিয়ানমার থেকে ছোঁড়া গোলার আঘাতে তাঁদের মৃত্যু হয়।
এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। সীমান্ত এলাকা হওয়ায় প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।এদিকে রোববার কিছু সময়ের জন্য সীমান্তের ওপারে গোলাগুলি বন্ধ থাকলেও আজ সোমবার সকাল থেকে ফের গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।
আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে কোণঠাসা হয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য এখন পর্যন্ত তুমব্রু সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে তাঁদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এদের মধ্যে জানি মং ও নিমলাইন নামের দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে উখিয়ার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.