উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে গাছ থেকে পড়ে শফিকুল ইসলাম পোঁকাড়ী (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মিঠাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত কমলা ইসলামের ছেলে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পশ্চিম মিঠাপুর পুকুরপাড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার চটপাড়া গ্রামের গাছ ব্যবসায়ী লিটন হোসেন মিঠাপুর পুকুরপাড়ে একটি গাছ কিনে শফিকুল ইসলামকে শ্রমিক হিসেবে নিয়ে ওই গাছ কাটার দায়িত্ব দেন। ওই গাছের নীচে একটি কবরের চারদিকে বাঁশের সুঁচালো কাবারী দিয়ে ঘেরা ছিল। শফিকুল গাছে উঠে ডাল কাটার সময় অসাবধানতা বশত: নীচে পড়ে যান।
এতে কবরের বেড়ার সুঁচালো কাবারী শরীরে বিদ্ধ হয়ে তার নারী ভুড়ি বের হয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহবুবুর রহমান জানান নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF