মোঃ সেলিম উদ্দিন খান ( বিশেষ প্রতিনিধি)
চট্টগ্রাম নগরীতে জহুর হকার্স মার্কেটের গুদামে আগুন।চট্টগ্রাম নগরীতে তৈরি পোশাকের বাজার ‘জহুর হকার্স মার্কেট’ এর দোকানের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে নগরীর লালদিঘীর পাড় এলাকায় জহুর হকার্স মার্কেটের পার্কিং এরিয়ার হাজী নূর ছোবহান ক্লথ স্টোর নামে একটি কাপড়ের গোডাউনে এ আগুন লাগে।
আগুন ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়ার কথা ফায়ার সার্ভিস বললেও ক্ষতিগ্রস্ত দোকান মালিক এর পরিমাণ আরও বেশি বলে দাবি করছেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। আগুনে ১৫ লাখ টাকা ক্ষতি ও ৬০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।’
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF