পারভেজ আলী মোহর যশোর অফিস:
যশোর জিলা স্কুলের ১৮৬ বছর পূর্তি ও শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসবের দ্বিতীয় দিনে আজ শনিবার সকালে শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুলের সহস্রাধিক প্রাক্তন ছাত্র ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ গ্রহণ করে।
তারা বাঁশি বাজিয়ে ও বিভিন্ন শ্লোগান দিয়ে শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।গত ২৬ জানুয়ারি শুক্রবার বিকেলে অনানুষ্ঠানিকভাবে পুনর্মিলনী উৎসবের উদ্বোধন হয়। শনিবার দিনব্যাপি চলা অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।
শেষে বিদ্যালয় মাঠে তৈরি অস্থায়ী মঞ্চে দিনব্যাপি চলছে প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ। তবে মঞ্চের বাইরে হাসি, ঠাট্টা, খুনসুটি, হৈ হুল্লোড়, রম্যরস আর সেলফি তোলার চিত্র বেশ উপভোগ্য। সন্ধ্যায় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে মিলনমেলা। গান গাইবেন প্রখ্যাত শিল্পী ভয়েস অব মাইলসের শাফিন আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF