পারভেজ আলী মোহর যশোর অফিস:
যশোরের চৌগাছায় আদালতের আদেশে বহুল আলোচিত সীমান্তবর্তী মাকাপুর গ্রামের হায়দার আলীর মরদেহ উত্তোলন করা হয়েছে। আলোচিত হত্যা মামলাটি সিআইডির উপর ন্যস্ত হলে অধিকতর তদন্তের জন্য আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করা হয়। তারই প্রেক্ষিতে আদালতের আদেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান মঙ্গলবার সকালে মাকাপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নিহতের মরদেহ উত্তোলন করেন।
মরদেহ উত্তোলনের বিষয়টি থানা পুলিশ নিশ্চিত করেছে।জানা গেছে, গত বছরের ২২ নভেম্বর হায়দার আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে- এমন অভিযোগে ব্যরিস্টার ছেলে মুর্তজা রাসেলসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী লতিফা হায়দার। মামলায় উল্লেখ করা হয়, হায়দার আলী পৈত্রিক ও ক্রয় সূত্রে সাড়ে ১৩ একর জমির মালিক ছিলেন।
এ জমি আসামি মর্তুজা রাসেল তার নামে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য তার পিতার উপর মানসিক চাপ প্রয়োগ করে আসছিলেন। এ ঘটনায় ২০১৪ সালের ১৩ ডিসেম্বর চৌগাছা থানায় একটি জিডি করা হয়। গত বছরের ১৭ ফেব্রুয়ারি বাবাকে আসামি মর্তুজার হেফাজতে নেন।
এরপর আসামিরা মর্তুজার নামে জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ দেয় হায়দার আলীকে। জমি রেজিস্ট্রি করে নিতে ব্যর্থ হয়ে আসামিরা হায়দার আলীকে ওষুধ প্রয়োগ করে অসুস্থ করে ফেলে। পরবর্তীতে তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF