মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে রবিবার বিকাল ৪টা থেকে ৯ দিনের বইমেলা শুরু হচ্ছে। বিকাল ৪টায় বইমেলার উদ্বোধন করবেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক।
বিশেষ অতিথি থাকবেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম (সেবা), বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। স্বাগত বক্তব্য রাখবেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। এছাড়া প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে বইমেলার আলোচনা, মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বগুড়া শহীদ খোকন পার্ক শহীদ মিনারকে কেন্দ্র করে বইয়ের স্টল বসেছে। প্রতিদিনি থাকছে জোটভুক্ত সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের বইমেলায় পুন্ড্র সম্মাননা পদক প্রদান করা হচ্ছে দেশবরণ্যে সঙ্গিত শিল্পী শওকত হায়াত খান ও বগুড়ার বিশিষ্ট চিকিৎসক ডাঃ সামির হোসেন মিশু। ২৮ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু।
বিশেষ অতিথি থাকবেন বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন।বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না জানান, বগুড়া বাসির সহযোগিতা নিয়ে বইমেলা শুরু হবে রবিবার বিকাল ৪টায়। আমাদের সকল প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে ২০ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF