ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সভাপতি সায়েমকে (২৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৪ জানুয়ারি) রাত ১২টার দিকে তাকে পৌর শহরের বিআইপির সামনে থেকে গ্রেফতার করা হয়।
শিবির নেতা সায়েম জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মো. সাইফুল্লাহর ছেলে। ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, গত বছরের ১৫ নভেম্বর রাতে শহরের ব্র্যাক মোড় এলাকায় একটি লেগুনায় আগুন লাগিয়ে নাশকতা সৃষ্টি করা হয়। ওই ঘটনায় সদর থানায় দায়ের হওয়া মামলায় সায়েমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.