প্রদীপ্ত রণন
পটিয়ায় শহীদ বিপ্লবী হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধন হয়েছে ।বৃটিশ বিরোধী আন্দোলনের আপোষহীন সূর্য সৈনিক মাষ্টারদা সূর্য সেনের সহযোদ্ধা শহীদ বিপ্লবী হিমাংশু চক্রবর্তী স্মরণে পটিয়ার শীর্ষস্হানীয় সংগঠন হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের আয়োজনে সংগঠনের নিজস্ব মাঠে গত ১২ জানুয়ারী ’’ শহীদ বিপ্লবী হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’’ ২৪ ইং এর শুভ উদ্ভোধন হয়েছে ।তরুন ব্যাংকার ও সমাজ কর্মী প্রত্যয় চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় এবারের টুর্নামেন্টে মোট ৬ টি দল রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে অংশ গ্রহণ করছে ।
দল গুলো হলো টাইটান্স ,সুপার জায়ান্টস ,রাইডার্স ,চ্যালেন্জার্স ,ফাইটার্স ও দুরন্ত একাদশ । সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটো দল ফাইনালে প্রতিদ্বন্ধিতা করবে ।উদ্ভোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করে টাইটান্স ও দুরন্ত একাদশ ।
উদ্ভোধনী খেলায় উপস্হিত ছিলেন প্রাক্তন ইউপি সদস্য নিপুর কান্তি নন্দী , সংগঠনের সহ সভাপতি সরোজ কান্তি পাল , সহ সাধারণ সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী রনণ , ক্রীড়া সম্পাদক নয়ন সেন , সম্পাদক মন্ডলীর সদস্য রাহুল মহাজন ,রবিন চন্দ , রকি চৌধুরী ,শিপু দাশ , সদস্য শংকর দে ,পংকজ পাল প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.