প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন শিল্পীরা
বিনোদন প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শোবিজ অঙ্গনের শিল্পীরা। আজ (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে শিল্পীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পীসংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম।
অভিনেতা আহসান হাবিব নাসিম বলেন, ‘টানা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে শিল্পীদের পক্ষ থেকে শুছেচ্ছা জানাতে গিয়েছিলাম। আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় হয়েছে। তিনি পুনরায় নির্বাচিত হওয়ায় আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছি।’
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন নায়ক রিয়াজ, নায়িকা নিপুণ আক্তার, অভিনেতা সাজু খাদেম, মীর সাব্বির, শমী কায়সার, ঊর্মিলা শ্রাবন্তীকর, তানভীন সুইটি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF