স্পোর্টস ডেস্ক
নিজের দিনে প্রতিপক্ষকে ব্যাট হাতে রীতিমত খুন করেন। ডেভিড মিলারের তাই পরিচয় হয়ে গেছে ‘কিলার মিলার’ হিসেবে।
দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটার আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন ফরচুন বরিশালের হয়ে। প্রোটিয়া ব্যাটারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান।
বিপিএলের এবারের আসর শুরু হচ্ছে ১৯ জানুয়ারি। তবে শুরুর দিকে নয়, মিলার দলের সঙ্গে যোগ দেবেন শেষের দিকে। মিজানুর জানিয়েছেন, শেষের দিকে ৩-৪টি ম্যাচে বরিশালের হয়ে খেলবেন এই হার্ডহিটার।
এবারের বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। দলটিতে রয়েছেন শোয়েব মালিক, পল স্টার্লিং, ফাখর জামান, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ আমিরের মতো বিদেশি তারকারা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF