তথ্যপ্রযুক্তি ডেস্ক
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। এবার যখন আপনি হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে ভিডিও কলে কথা বলবেন তখন স্ক্রিন শেয়ারিং করতে পারবেন।
নতুন এই ফিচারটি পাওয়া যাবে শেয়ার অপশনে। ব্যবহারকারী পুরো স্ক্রিন শেয়ার করতে চাইছেন নাকি একটি স্পেসিফিক অ্যাপ শেয়ার করতে চাইছেন সেটাও নির্দিষ্ট করা যাবে।
নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কাজের ডকুমেন্ট, অ্যালবাম ইত্যাদি শেয়ার করতে পারবেন। যেমন- বন্ধুর সঙ্গে বেড়াতে যেতে চাইলে, আগেই সেই জায়গার ছবি ভিডিও কল করার সময়ই শেয়ার করতে পারবেন। এই স্ক্রিন শেয়ার সুবিধা আগে শুধু হোয়াটসঅ্যাপ বেটা টেস্টারদের জন্য বরাদ্দ ছিল, তবে এখন সবাই ব্যবহার করতে পারছেন।
জেনে নিন কীভাবে স্ক্রিন শেয়ার করবেন?
>> হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় শেয়ার আইকনে গিয়ে আইকনটি ট্যাপ করলে স্ক্রিন শেয়ারের অনুমতি চেয়ে একটি অপশন আসবে।
>> এরপর ব্যবহারকারীরা পুরো স্ক্রিন বা একটি নির্দিষ্ট অ্যাপকে সিলেক্ট করতে পারবে।
>> সেইসঙ্গে এখন থেকে ল্যান্ডস্কেপ মোডেও ভিডিও কল করা যাবে। এতে ব্যবহারকারীরা ভিডিও কলটি বেশি জায়গা নিয়ে উপভোগ করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF