গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিস ব্রিটেন ও আয়ারল্যান্ডে আঘাত হেনেছে। আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১২২ মাইল গতিতে এটি আঘাত হেনেছে বলে জানিয়েছে রয়টার্স। ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। লন্ডনে বাতিল করা হয়েছে অর্ধশত ফ্লাইট।
ব্রিটেনের আবহাওয়া অফিস জানিয়েছে, আটলান্টিকের কেন্দ্রস্থলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইউনিস প্রবল ঘূর্ণি নিয়ে আজোরস থেকে ইউরোপের দিকে যাত্রা করেছিল।ঝড়টি ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে এবং কর্নওয়ালের ওপর আছড়ে পড়েছে।
ওয়েলসে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় এবং গাছগু ভেঙে পড়ায় এক লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লন্ডনে প্রবল বাতাসের কারণে ও২ এরিনার কাপড়ের তৈরি সাদা গম্বুজযুক্ত ছাদ ছিন্নভিন্ন হয়ে গেছে। এই ও২ এরিনাতে রোলিং স্টোনস থেকে বিয়ন্স ও রিহানার মতো তারকাদের কনসার্ট হয়েছিল।
ঝড়ের কারণে যুক্তরাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। রেল কোম্পানিগুলো যাত্রীদের ঝড়ো আবহাওয়ায় যাত্রা না করার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF