গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে। এ সময় ২৭ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে দুই হাজার ৫৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৩১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন নয় হাজার ৯৮৮ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জনে। ফলে মোট শনাক্ত রোগীর তুলনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ৮ শতাংশ।
আজ (১৮ ফেব্রুয়ারি) শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৩১ জনে।
একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৮৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া মোট রোগীর মধ্যে ঢাকা বিভাগে পাঁচ হাজার ৮০২ জন, চট্টগ্রামে এক হাজার ৭৬৯ জন, রংপুরে ৩২০ জন, খুলনায় ৮৩৪ জন, বরিশালে ১৭০ জন, রাজশাহীতে ৮৩৭ জন, সিলেটে ৬১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৬৫ জন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF