নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সংসহিতার ঘটনায় হুইপ সামশুল হক চৌধুরীর ভাইয়ের মামলায় স্থানীয় কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিমসহ আওয়ামী লীগের ৭৩ জনকে আসামি করা হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে পটিয়া থানায় মামলাটি রেকর্ড হয়। হুইপের ভাই মুজিবুল হক চৌধুরী নবাব বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৩ জনকে এজাহারনামীয় এবং ৫০/৬০ জনকে অজ্ঞাত সন্ত্রাসী উল্লেখ করে আসামি করা হয়।
মামলায় হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী ঈগল প্রতীকের প্রচারণার গাড়িবহরে গুলিবর্ষণ ও হামলা চালিয়ে ২৮ জনকে আহত করার অভিযোগ করা হয়। এর আগে শনিবার রাতেই আওয়ামী লীগ নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তবে ম্যাজিস্ট্রেট না থাকায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এ নিয়ে মামলার আসামি কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম হোসাইন রানা বলেন, হুইপ বিভিন্ন সময় নিজেরা ঘটনা ঘটিয়ে নৌকার কর্মী সমর্থকদের উপর দোষ চাপাচ্ছেন। নৌকার কর্মী সমর্থকরা কুসুমপুরায় সাধারণ জনতার রোষানল থেকে তাদের উল্টো উদ্ধার করেছে।
আর এখন নৌকার কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। উনি আওয়ামী লীগের হুইপ। আমরা আওয়ামী লীগের তৃণমূলের কর্মী। আমরা নৌকাকে জয়ী করার জন্য কাজ করছি। আমাদের নির্বাচনী প্রচারণা থেকে নিবৃত করার জন্য মামলায় আসামি করা হয়েছে।
এর আগে শনিবার বিকেলে কুসুমপুরা ইউনিয়নের পান্না পাড়ায় স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণার গাড়িবহরে গুলিবর্ষণ ও হামলা করে স্থানীয় নৌকার সমর্থক ও অনুসারীরা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF