মোঃ সেলিম উদ্দিন খান (বিশেষ প্রতিনিধি)
সাতকানিয়া লোহাগাড়ায় জমে উঠেছে নৌকা বনাম উপজেলা আওয়ামী লীগের লড়াই। দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পাশাপাশি নির্বাচনের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী। ঘুরিয়ে বলা যায়, লড়াইটা হচ্ছে মূলত আওয়ামী লীগের মনোনীত এবং অমনোনীত প্রার্থীর মধ্যে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯২(সাতকানিয়া লোহাগাড়া) চট্টগ্রাম-১৫ আসেনে আধিপত্য বিস্তারে এবং নৌকা ডোবাতে মরিয়া হয়ে উঠেছেন উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। তারা প্রকাশ্যে সাতকানিয়া লোহাগাড়ায় প্রত্যেকটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। লিফলেট হাতে তারা ভোট চাইছেন স্বতন্ত্র প্রার্থীর ঈগলের জন্য।
স্থানীয় প্রবীণ নেতারা বলছেন, এমন নোংরা খেলা উপজেলার তৃণমূল সংগঠনকে ক্ষতির মুখে ফেলবে। জানা গেছে, লোহাগাডা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদুল আলম চৌধুরী, তাদের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। মূলত সভাপতি ও সম্পাদকের নির্দেশনা পেয়েই অধিকাংশ নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর জন্য ভোট চাইছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে সাতকানিয়া লোহাগাড়ায় প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি ও সম্পাদকদের মৌখিক নির্দেশ দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদুল আলম চৌধুরী,ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরো।
তারা ইউপি সদস্যদের বাড়ি গিয়ে প্রচার-প্রচারণা করার নির্দেশ দিচ্ছেন। এ নিয়ে তৃণমূল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোন্দল প্রকাশ্য রূপ ধারণ করছে।শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নৌকাকে ডোবাতে মরিয়া হয়ে কাজ করে যাচ্ছেন তারা।
জানা গেছে, এ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ড. প্রফেসর আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী। তার বিপক্ষে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব।
এমএ মোতালেব বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাতকানিয়া লোহাগাড়াবাসী স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী, ড. প্রফেসর আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভীকে।পরাজিত করে চট্টগ্রাম ১৫ আসনের সংসদ-সদস্য নির্বাচিত হব।
ড. প্রফেসর আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী নৌকাকে পরাজিত করতে তারা প্রকাশ্যে স্বতন্ত্রের জন্য ভোট চাইছেন। এতে আমরা বিচলিত নই। নির্বাচন এলে এমন প্রবণতা স্বাভাবিক। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্পাদক মফিজুর রহমান এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। নৌকাকে পরাজিত করার জন্য তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF