প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৮:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৩, ৪:০৪ অপরাহ্ণ
নেটদুনিয়া উত্তাল শবনম ফারিয়ার স্ট্যাটাসে
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তবে এখন খুব একটা পর্দায় দেখা যায় না তাকে। অবশ্য পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন সময়ে নিজের মতামত শেয়ার করেন ভক্তদের সাথে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। আর তার সেই স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া।
স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘কিছু কিছু সংবাদ শিরোনাম দেখলে চোখে পানি চলে আসে! কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হলো। মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব! কিছু বলার নাই।’
মূলত সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ফারিয়া বলেন, বর্তমানে যে ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই। আর এতে আমার যে লস হচ্ছে না, তা কিন্তু নয়! আমার জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন শেষের পথে। তবুও নিজের মন সায় না দিলে সেই কাজ করব না।
আর অভিনেত্রীর এমন সাক্ষাৎকারের পরেই ‘জমানো টাকা খরচ করে চলেছেন শবনম ফারিয়া, সেটাও শেষের পথে’ এমন শিরোনামে নিউজ করেন বেশ কিছু গণমাধ্যম। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফারিয়া।
এসব খবরের শিরোনামের জন্যই ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।
কয়েক দিন আগে মুক্তি পেয়েছে শবনম ফারিয়া ও মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘মোবারকনামা’। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন ফারিয়া। পর্দায় রীতিমতো নজর কেড়েছে এই জুটির রসায়ন। পাশাপাশি ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন নেটিজেনদের।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF