মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৩ ডেিসম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গল থানার বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জেদান আল মুসা, পুলিশ সুপার (এএন্ডএফ), সিলেট রেঞ্জ, সিলেট।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সভাপতিত্বে ও এসআই রাকিবুল হাছান এর সঞ্চালনায় হঐভড বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেল অফিসার সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. হরিপদ রায়, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌরসভার কাউন্সিলর ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF