মোঃ সেলিম উদ্দিন খান (বিশেষ প্রতিনিধি)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে এবার নিজ দলের (স্বতন্ত্র) প্রার্থী গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। সংসদীয় আসন ২৯২ চট্টগ্রাম ১৫ দলের মনোনয়নবঞ্চিত এমএ মোতালেব প্রার্থীর সঙ্গে একাধিকবারের নির্বাচিত সংসদ-সদস্যড: আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছেন।
নৌকা ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও বিভিন্ন দলের প্রার্থীরা নিজেদের মতো করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। কোথাও কোথাও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রার্থীকে সমর্থন করা নিয়ে পরস্পরের সঙ্গে বাগযুদ্ধে নেমেছেন। এদিকে, নির্বাচন ঘিরে চায়ের দোকান, হাট-বাজার, রাস্তাঘাটে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। এ সম্পর্কে দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবরের অনুসন্ধানে উঠে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.