পারভেজ আলী মোহর যশোর:
যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে ৮২০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া সংলগ্ন সরদার মিল এলাকায় এমভি আব্দুর রাজ্জাক নামে কার্গো জাহাজটি ডুবে যায়।
জাহাজের মাস্টার মুরাদ হোসেন বলেন, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ৮২০ মেট্রিক টন কয়লা বোঝাই কার্গো জাহাজটি নওয়াপাড়া নৌ বন্দরে নোঙর করতে না পেরে দেয়াপাড়া এলাকায় নোঙর করে। শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ করে জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকতে থাকে। মুহূর্তের মধ্যেই জাহাজটি ডুবে যায়। জাহাজের কয়লা আনলোড করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
বর্তমানে নৌ চলাচল স্বাভাবিক আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মালামাল আনলোড হওয়ার পরে জানা যাবে। তবে কী কারণে জাহাজের তলদেশ ফেটে গেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি জাহাজের মাস্টার।
মেসার্স শেখ ব্রাদার্সের পরিচালক হাফিজুর রহমান বাবুল বলেন, গত ৯ ডিসেম্বর ৮২০ টন কয়লা নিয়ে হাড়বাড়িয়া ঘাট-২ মোংলা বন্দর থেকে এমভি আব্দুর রাজ্জাক কার্গো জাহাজে করে নওয়াপাড়া ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া সরদার মিলস্ ঘাটে গত ১১ ডিসেম্বর এসে কয়লা খালাসের অপেক্ষায় ছিল। এখানে অবস্থানরত অবস্থায় ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় জাহাজের তলা ছিদ্র হয়ে আংশিক ডুবে যায়। জাহাজ ডুবিতে অনেক টাকার কয়লার ক্ষতি হয়েছে বলে তিনি জানান
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF