পারভেজ আলী মোহর যশোর:
শোরের ঝিকরগাছায় একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অনুপ ঘোষ (২২) নামে এক যুবকের । যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা কীর্তিপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার কাশিপুর গ্রামের কালিপদ ঘোষের ছেলে। তিনি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় পরিবারটিতে কান্নার রোল পড়েছে। স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, অনুপ ঘোষ মোটরসাইকেল চালিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। কীর্তিপুর মোড়ে একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মোটরসাইকেলটির গতি সম্ভবত বেশি ছিল। সে কারণে সামনের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারাগেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF