মোঃ সেলিম উদ্দিন খান ( বিশেষ প্রতিনিধি)
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মোতালেবের মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ রবিবার সকালে নির্বাচন কমিশনে আপিলের শুনানিতে এই ঘোষণা দেয়া হয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবর কে মুঠোফোনে নিশ্চিত করেছেন এম এ মোতালেব।
এর আগে গত ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে এম এ মোতালেবের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
জানা যায়, রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) এই কার্যক্রম শুরু হয়। আপিল শুনানি কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার ও কর্মকর্তারা উপস্থিত আছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF