মোঃ সেলিম উদ্দিন খান, লোহাগাড়া চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলায় মেয়ের দায়ের কোপে বাবা নিহত হয়েছেন।শুক্রবার (১ ডিসেম্বর) আনুমানিক সকাল ১০টায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সরইয়ার বলির জুম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ। নিহত আবদুর রহমান (৫০) সরাইয়ার বিল এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে। আটককৃত মেয়ের নাম হুমায়রা বেগম (২৩)। সে একই ইউনিয়নের গৌড়স্থান এলাকার আবদুস ছালামের স্ত্রী। নিহতের পরিবারে ৪ মেয়ে এবং ১ ছেলেসন্তান রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মানিক বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।
নিহতের ভাই বজলুর রহমান বলেন, সকালে জমিতে ধান কাটতে যাই। পরে বাড়ি থেকে কল দিয়ে বলে সমস্যা হয়েছে। বাড়িতে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমার ভাই। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। তিনি আরও বলেন, ভাইজির তিন বছর আগে বিয়ে হয়। তার একটি মেয়েসন্তান রয়েছে। ভাইজির মানসিক সমস্যা আছে। সে কারণে বিয়ের পর বেশিদিন শ্বশুরবাড়িতে থাকতে পারেনি। স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।
তাই সে মেয়েসন্তানসহ বাপের বাড়িতে থাকত। ঘরেও বাবা-মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। সকালে গরু নিয়ে বিলে ঘাস খাওয়াতে নিয়ে যায়। বাবার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মেয়ে গলায় দা দিয়ে কোপ দেয়। লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতের মেজ মেয়ে হুমায়রা তার বাবাকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। মেয়েকেও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রামে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF