পারভেজ আলী মোহর যশোর :- যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি চোরাই মোটরসাইকেল ও একটি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।
যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, উপশহর এ ব্লক এলাকার বাসিন্দা আল-আমিন সরদার ওরফে আলমগীর, চুয়াডাঙ্গা জেলার দামড়হুদার ইব্রাহিমপুর গ্রামের সাগর আহম্মেদ নিলু ওরফে রাসেল, আলমডাঙ্গা উপজেলার গৌড়িহাদ গ্রামের শুভ, কান্তপুর গ্রামের সেলিম রেজা ও কুষ্টিয়ার দৌলতপুর জোয়াদ্দারপাড়ার আইয়ুব আলী মালিথা।
ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, গত পহেলা আগস্ট যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি অভিযোগ করেন। পরে বিষয়টি নিয়ে কাজ শুরু করে ডিবির এলআইসি টিম। তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের ধরতে উপশহর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আল-আমিনকে আটক করে।
পরে তার কাছে থেকে একটি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত মাস্টার চাবি উদ্ধার করা হয়। আল-আমিনের দেয়া তথ্যে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় অভিযান চালায় ডিবির টিম। পরবর্তীতে ওই চারজনকে আটক করা হয়। একইসাথে আরও পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ডিবি। অভিযানে অংশ নেন এসআই আরিফ হোসেন, এসআই রাজেশ দাশ, আব্দুল বাতেন প্রমুখ
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF