ইলিশ মাছ ধরা এবং বিক্রি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশে। এই সময়ে কেউ ইলিশ মাছ ধরলে বা বিক্রি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল মৎস্য দফতর। কিন্তু সেই হুঁশিয়ারিকে উপেক্ষা করেই অবাধে চলছে ইলিশ মাছ ধরা এবং বিক্রি।
জানা যায় মাছ ধরার ট্রলার গুলো প্রথমে ছোট্ট খালে থাকে পরে জোয়ার আসলে ঘাটে যায় তারা ।
বরাবরের মত নিষেধাজ্ঞা থাকলেও চলছে সামুদ্রিক মৎস্য শিকার। চট্টগ্রাম নগরীর লিংক রোড থেকে শুরু করে পতেঙ্গা রোডে রাতে অন্ধকারে চলে এ মাছ ধরার মহা উৎসব । ইলিশ মাছ রক্ষা এবং নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ১২ই অক্টোবর থেকে ২ই নভেম্বর পর্যন্ত সরকারি ভাবে নিষেধ আছে মাছ ধরা। কিন্তু সরকারের এ নিষেধের তোয়াক্কা না করেই চলছে ঝাটকা ইলিশ ধরা।
সরেজমিনে দেখা যায়, বন্দর নগরীর সাগরপাড়ের মুসলিমাবাদ ঘাট হতে শুরু করে আকমল আলী , হালিশহর আনন্দবাজার , পাহাড়তলী রানী রাসমনি ঘাটে কতিপয় অসাধু মাঝি অবৈধভাবে বোটে করে রাতের অন্ধকারে গভীর সাগর থেকে ধরে আনছে ঝাটকা ইলিশ। তবে গল্প হলেও সত্য সেখানে কোস্ট গার্ড ও পুলিশের উপস্থিতি যথাসময়ে থাকলেও তারা নিশ্চুপ।
সরকারের নিষেধাজ্ঞা থাকার পরেও কেন ইলিশ ধরা হচ্ছে জানতে চাইলে, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত যারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরে যাচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ধরনের খবর পেলে আপনারা সাথে সাথে আমাদেরকে জানাবেন। আমরা ব্যবস্থা নিব।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF