আগামী ২৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে আদর আজাদ ও সায়মা স্মৃতির জুটির ছবি ‘যন্ত্রণা’। সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। পরিচালক জানিয়েছেন ত্রিভুজ প্রেমের গল্পের ছবিটি মুক্তির জন্য তারিখ চূড়ান্ত করা আছে। সব ঠিক থাকলে নির্ধারিত তারিখে মুক্তি পাবে সিনেমাটি।
সায়মা স্মৃতির বিপরীতে আদর আজাদ ছাড়াও আছেন মানসী প্রকৃতি। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে সাইমা স্মৃতির। এজন্য বেশ উচ্ছ্বসিতও তিনি। তিনি বলেন, ‘যন্ত্রণা ছবির মাধ্যমে আমার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে। প্রথমবার বড়পর্দায় আসছি, কিছু ভুল ত্রুটি হয়তো আছে। ভুল থেকে শিক্ষা নিয়েছি। আগামীতেই এই শিক্ষা কাজে লাগিয়ে কাজ করতে চাই।’
নায়ক আদর আজাদ বলেন, "ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’
স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া।
সিনেমাটিতেআরও অভিনয় করেছেন, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF