নড়াইল প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা” ” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩ পালিত হয়েছে। সোমবার দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল এর সভাপতিত্বে সিভিল সার্জন সাজেদা বেগম পলিন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর নড়াইলের উপ- পরিচালক দিপক কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস,সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক , এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF