শুক্রবার স্বচ্ছ ভারত দিবস পালন করলো বীরভূম জেলা আইনী পরিসেবা কতৃপক্ষ। এদিন সকালে সিউড়ী জেলা আদালত চত্বর পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। সকালে জেলা আদালতের কর্মী, ডিএলএসএর প্যারা লিগ্যাল ভলেনটিয়ার ও সিউড়ী পৌরসভার কর্মী বৃন্দ আদালত চত্বর পরিস্কার করেন।
পাশাপাশি সামগ্র জেলা জুড়েও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। জেলার বোলপুর, রামপুরহাট, সিউড়ী সহ সব জায়গায় ডিএলএসএ এর প্যারা লিগ্যাল ভলেনটিয়াররা জেলার বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির করেন। স্বচ্ছ ভারত দিবসের তাৎপর্য ও প্রয়োজনীয়তা বোঝানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF