প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৩, ৪:১২ অপরাহ্ণ
আদিতমারীতে বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত পলাতক ৭ আসামি গ্রেফতার
মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ-
লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক এর নিদের্শে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এস,আইগোকুল চন্দ্র বর্মন, এস,আইসালেহুর, এ,এস,আই,মোঃ শাহাদুল ইসলাম, এ,এস,আই,তপন কুমার, এ,এস,আই, পলাশ চন্দ্র সঙ্গীয় ফোর্স সহ ঢাকা, গাজিপুর, নারায়নগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা এম আর নং-১৩৯/২২ এর আসামী ১। আবুল হোসেন, পিতা-মৃত করিম বক্স, সাং-মদনপুর নামুড়ীর হাট, জিআর ৪৬/১৬ এর আসামী ২। আবুল হোসেন, পিতা- মৃত আছর উদ্দিন, সাং-ভেলাবাড়ী শালমারা, এনজিআর-৬৪/২৩ এর আসামী ৩। আজাহার আলী, পিতা-মৃত কাছিম উদ্দিন, সাং- বারঘড়িয়া, সিআর- ১৮২/২১ (৬ মাসের সাজা) আসামি ৪। মোঃ ফিরোজ মিয়া, পিতা- জয়নুদ্দিন, সাং- মধুপর, এবং জিআর-৩৮/১৯, ৪৯৩/১৮, ৫৯৭/১৯ সহ তিনটি মামলার পরোয়ানাভুক্ত আসামী ৫। মোঃ মিজানুর রহমান, পিতা-শফিকুল ইসলাম, সাং-সারপুকুর, সকলের থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাটগনকে গ্রেফতারী পরোয়ানা মুলে গ্রেফতার পূর্বক অদ্য ২২/০৮/২০২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF