প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ
ঝালকাঠিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন অনুষ্ঠিত
কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ডাকে গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। বিগত সংসদ নির্বাচনের পূর্বে দেয়া সংখ্যালঘুবান্ধব প্রতিশ্রুতিসমূহের বাস্তবায়নের দাবিতে আজ শুক্রবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসুচির করেন তারা। এতে ঐক্য পরিষদের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। কিন্তু বর্তমান সরকার দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে জানান ঐক্য পরিষদের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF