মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও আদালতে জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন বিএনপির ৩১ নেতাকর্মী। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩ সেপ্টেম্বর রুহিয়া থানা বিএনপি তাদের দলীয় কার্যালয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশের আয়োজন করে। একই দিন রুহিয়া মহিলা আওয়ামী লীগ পৃথক সমাবেশের আয়োজন করে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
আসামিরা পরবর্তীতে উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন। বুধবার আদালতে হাজির হয়ে তারা স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, বিএনপির নেতাকর্মীদের ছয় সপ্তাহের অস্থায়ী জামিনের শেষ দিন ছিল আজ। বুধবার স্থায়ী জামিন নিতে আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.