রাজধানীর শ্যামপুরের একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণে এনেছে। এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে কারখানাটির।
আজ (১৪ ফেব্রুয়ারি) সোমবার সকালে জাগো নিউজকে এসব কথা বলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, গতকাল (১৩ ফেব্রুয়ারি) রবিবার দিনগত রাত ২টা ৩ মিনিটের দিকে শ্যামপুর পোস্তগোলা হাইস্কুল রোডের দেলোয়ার প্লাস্টিক ও সুইট ফুডওয়্যার নামের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে।
মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট টানা এক ঘণ্টার বেশি সময় কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৩টা ৪০ মিনিটে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, কারখানায় বৈদ্যুতিক গোলযোগের সূত্রপাতে আগুন লাগে। আগুনে কেউ হতাহত হয়নি। তবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে দমকলকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.