বিশেষ সংবাদদাতা:
সাফ চ্যাম্পিয়নশিপের আগে একমাত্র ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে শনিবার দুপুরে কম্বোডিয়া যাচ্ছে জাতীয় ফুটবল দল।সাফের জন্য ২৩ সদস্যের যে চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, তার মধ্যে দুইজনের ভিসা হয়নি গতকাল। বিশ্বনাথ ঘোষ এবং ঈসা ফয়সালকে ঢাকা রেখেই রাতে কোচ চলে যাবেন বাকি ২১ ফুটবলার নিয়ে।
রোববার ওই দুইজনের ভিসা পাওয়ার প্রত্যাশা করছে বাফুফে। ভিসা পেলে তাদেরকে পরবর্তীতে কম্বোডিয়া পাঠানো হবে। ১৫ জন নমপেনে বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে।
তার আগে জামাল ভূঁইয়াদের জন্য একটা প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করতে পেরেছে বাফুফে। ১২ জুন বাংলাদেশ ম্যাচটি খেলবে কম্বোডিয়া প্রিমিয়ার লিগের দল টিফি আর্মি ফুটবল ক্লাবের বিপক্ষে।১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলে পরের দিন বাংলাদেশ দল উড়াল দেবে বেঙ্গালুরুর উদ্দেশ্যে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.