সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোবিন্দ রায় (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। আজ (১২ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হলদেপোতা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক আমিরুল গাজীকে আটক করা হয়েছে। শিক্ষক গোবিন্দ রায় (৬৫) আশাশুনি উপজেলার পূর্ব কাটাকাটি গ্রামের সূর্যকান্ত রায়ের ছেলে। তিনি খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। আটক ট্রাকচালক আমিরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার পারকুকরালি গ্রামের নজরুল গাজীর ছেলে। আরও পড়ুন : সেভ দ্য চিলড্রেনে কাজের সুযোগ, চাকরি পার্মানেন্ট নিহতের ভাই সঞ্জয় রায় জানান, হলদেপোতা ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন দিক থেকে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে গোবিন্দ রায় নিহত হন। স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF