চট্টগ্রামে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মেজবাহ উদ্দিন কালু এবং মো আলমগীর। শুক্রবার রাতে জেলার সাতকানিয়া থানাধীন এওচিয়া এবং দক্ষিণ কাষ্ণনায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, গত ৭ ফেব্রুয়ারি দোকান থেকে পানসুপারি কিনে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন দুই মাদ্রাসা শিক্ষার্থী। এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই পালিয়ে যান অভিযুক্তরা। গতকাল (১১ ফেব্রুয়ারি) শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.