চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজী দিঘী এলাকায় পিকআপ উল্টে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ির চালককে এখনও গ্রেফতার করা হয়নি। তবে চালককে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে ফটিকছড়ি থানার পুলিশ।
জানা যায়, গত বুধবার দুপুরে ফটিকছড়িতে পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ির (পিকআপ) চাপায় হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী মিশু আকতার (১৬) ও নিশা মনি (১৮) মারা যান। নিহত মিশু আকতার দক্ষিণ পাইন্দং মোল্লার বাড়ির আবুল বশরের কন্যা এবং নিশা মনি একই এলাকার মোহাম্মদ লোকমানের কন্যা।
এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে নিহত মিশু আক্তারের চাচা মোহাম্মদ আইয়ুব বাদি হয়ে ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় পিকআপ চালককে প্রধান আসামি করা হয়। তাছাড়া এ ঘটনায় হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জীবন চাকমাকে সাময়িক বরখাস্ত এবং সার্জেন্ট আল আমিনকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘এ ঘটনায় পিকআপের চালককে প্রধান আসামি করে থানায় মামলা করা হয়েছে। এরই মধ্যে আমরা পিকআপের চালককে চিহ্নিত করেছি। তাকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।’
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF