মোঃ বাবলু মল্লিক নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের রতন মোল্লার ছেলে সাহাবুল মোল্লা(৩৫)কে ইফতারি শেষে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত করার অভিযোগ।
আহত ব্যক্তি ও তার আত্মীয়সজন সূত্রে জানা যায়,শনিবার সন্ধ্যায় উপজেলার মঙ্গলহাটা গ্রামের পূর্ব পাড়া মসজিদ থেকে ইফতারি শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিত ভাবে ওত পেতে থাকা সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয় সাহাবুল মোল্লা।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়ে রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ নাসির উদ্দিন বলেন,বিষয়টা আমরা জানার সঙ্গে সঙ্গে ঘটনা স্থানে পুলিশ মোতায়ন করা হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.