প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১০:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে হৃদয়ে শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে উপজেলার মধ্যবিত্ত, গরিব ও অসহায় ১ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (৪ এপ্রিল) মঙ্গলবার শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে এসব খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
হৃদয়ে শ্রীমঙ্গল সংগঠনের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও দেলোয়ার মামুনের সঞ্চালনায় অনুষ্টিত অনুষ্টান শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মো: আব্দুল কুদ্দুস নিজামী।
এছাড়াও অনুষ্টানে হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি জহির উদ্দীন বাবলু, সাধারণ সম্পাদক আবদুর রকিব রাজু উপস্থিত ছিলেন। অনুষ্টানে এ কর্মসূচির প্রধান সমন্বয়ক হারুনুর রশিদের পক্ষে লন্ডন থেকে এক ভার্চুয়াল বক্তব্যের মধ্য দিয়ে সংগঠনের বিভিন্ন সমাজকল্যাণ মূলক কর্মকান্ড তুলে ধরেন। হৃদয়ে শ্রীমঙ্গলের প্রধান নির্বাহী এম এ হক কায়েস। বিতরণ করা খাদ্য সামগ্রীর প্রতিটি ব্যাগের মধ্যে রয়েছে চাল, আলু, পিয়াজ, তেল, লবন, চানা ও খেজুর।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.