প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৯:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ
জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক
কাজী মোস্তফা রুমি :রাজধানীর রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।রবিবার (২ এপ্রিল) বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।প্রথম আলোর আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মতিউর রহমানের পক্ষে জামিন আবেদন করা হয়। বিকেলে আদালতে যান তিনি।গত ২৯ মার্চ রাতে রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আবদুল মালেক।এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ আনেন বাদী আব্দুল মালেক।
বিপিকেএইচ/কেএমআর
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF