মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক সামাজিক সংগঠন আল-খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ (১ এপ্রিল) শনিবার দুপুরে শহরের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সামাজিক সংগঠন আল-খায়েরের সহযোগিতায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, জনসাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, আল-খায়ের ফাউন্ডেশন এর এডমিন অফিসার হাসনাত রহমান ও হেড অব মিডিয়া শাহরিয়ার হাবিব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF