মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী থানার বিশেষ অভিযানে ৩ বছরের এক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হয়েছে।আজ (১০ মার্চ) শুক্রবার ভোর রাতে জুড়ী থানার এসআই পরিতোষ, এএসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম জুড়ী উপজেলার কচুরগুল গ্রাম থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুজন মুন্ডাকে (২৭)কে গ্রেফতার করেন।
আটক সুজন মুন্ডা জুড়ী উপজেলার কচুরগুল গ্রামের (০৯ নং সেক্টর) সুব্রত মুন্ডার ছেলে। জুড়ী থানা সুত্রে জানা যায়, আসামি সুজন মুন্ডার বিরুদ্ধে জুড়ী থানার ২০২০ সালের একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ৩০০০ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। শুক্রবার সকালে সুজন মুন্ডাকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF