প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৩, ৮:২১ অপরাহ্ণ
দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে উলিপুরে বসন্ত উৎসব অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
উলিপুরে এপার বাংলা ওপার বাংলার শিল্পীদের অংশ গ্রহণে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।৩মার্চ বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাঁচপীরে অবস্হিত বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির উদ্যোগে আব্বাছ উদ্দীন মঞ্চে দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সাঈদের সভাপতিত্বে বসন্ত উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কলা, বাণিজ্য ও আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. দীপক কুমার রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাখন চন্দ্র রায় ও ভারতের পশ্চিমবঙ্গের বরেণ্য ভাওয়াইয়া শিল্পী আকাশবাণী ও দূর্দশন চৈতন্য রায়। আলোচনা সভা শেষে দু'বাংলার গূণী অতিথি শিল্পীবৃন্দ ও স্হানীয় শিল্পীবৃন্দ ভাওয়াইয়া গান ও নৃত্য পরিবেশন করেন।
যা বেশ উপভোগ্য হয়ে উঠে।এসময় স্হানীয় সূধী, শিক্ষক, সাংবাদিকসহ সকলস্তরের জনগন উপস্থিত ছিলেন।ভাওয়াইয়া একাডেমির পরিচালক, সাবেক শিক্ষক ভূপতি ভূষণ বর্মা ও একাডেমির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠান সুন্দরভাবে করা সম্ভব হয়েছে বলে বিজ্ঞজন মন্তব্য করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন, ব্রিটিশ উপনিবেশ থেকে দুই বাংলাকে পৃথক করা হলেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জনগণের অভিন্ন সংস্কৃতি ও ভাষা আমাদের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। আমরা সাতদিন যাবত কুষ্টিয়া লালন শাহের মাজার থেকে এ পর্যন্ত এলেও বাঙ্গালীদের আতিথিয়তায় মুগ্ধ। এ সম্পর্ক শেষ হবার নয়
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF