মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ কামিল নামের এক কারবারি গ্রেফতার হয়েছে।গতকাল (২ মার্চ) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আবু জাফর মোহাম্মদ তাহমিদ চৌধুরী কামিল (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই তীর্থঙ্কর দাস, এসআই সিরাজুল ইসলাম শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোড থেকে আবু জাফর মোহাম্মদ তাহমিদ চৌধুরী কামিল আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে তার পরনের জিন্স প্যান্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আটককৃত কামিল শ্রীমঙ্গল শহরের গুহ রোড এলাকার মৃত ফাত্তার আহমেদ চৌধুরীর ছেলে। পুলিশ জানায়, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF