শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী অভিনয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।সকালে জেলার শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার। কর্মশায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার মুজতবা আলী অঞ্চলের সমন্বয়ক গোবিন্দ রায় সুমন।
শ্রীমঙ্গল জনতা থিয়েটারের সহযোগীতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় ৩০জন অভিনেতা অভিনেত্রী অংশ গ্রহন করেন।বিকেলে কর্মশালার সমাপনি অনুষ্ঠানে শ্রীমঙ্গল জনতা থিয়েটারের সভাপতি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন বৈদ্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা: হরিপদ রায়, প্রথম আলো জয়েন্ট নিউজ এডিটর পার্থ সংকর সাহা, বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগীয় সমন্বয়ক রজত কান্তি গুপ্ত। শ্রীমঙ্গল সমিলিত নাট্য পরিষদের উপদেষ্টা দেবব্রত দত্ত হাবুল, সাধারণ সম্পাদক কামরুল হাসান দুলন, নাট্য প্রশিক্ষক গোবিন্দ রায় সুমন।
প্রশিক্ষণে অংশ নেন নাট্যকর্মী চৈতালী চক্রবর্তী, ঝুমন মিয়া, সুকান্ত চক্রবর্তী, আদিল বকস, দেব দুলাল চক্রবর্তী, মো: হুমায়ূন কবির, বর্ণ চক্রবর্তী, নাঈম আহমেদ, তপন তরপদার, গোপাল চন্দ্র রায়, ইমন কল্যান দেব চৌধুরী, চৌধুরী ভাস্কর হোম, প্রত্যয় হোম চৌধুরী, রিনা সরকার, উজ্জল কুমার দাশ সুমন, শিখা দে, প্রজ্জ্বল প্রিয় চক্রবর্তী, অর্জুন চন্দ্র দাশ, অরিত্র আহব ওম, কাউছার আহমেদ রিয়ন, মো: জহিরুল ইসলাম, পুন্যশ্রী প্রিয়ানা ও তিথলী দে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF