করোনায় আক্রান্ত হয়েছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। গত (৯ ফেব্রুয়ারি) বুধবার রাজপ্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আগের রাতে মৃদু লক্ষণ দেখা দেওয়ায়’ বুধবার সকালে ৫৪ বছরের ফিলিপ করোনা পরীক্ষা করান এবং তাতে পজিটিভ আসে।
এতে বলা হয়েছে, ‘মহামান্য রাজার সাধারণ শারীরিক অবস্থা ভালো এবং তিনি বাসভবন থেকে প্রাতিষ্ঠানিক কাজকর্ম করবেন।’ রাজা সাত দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবেন বলেও প্রাসাদ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.