প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৭:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৩, ১২:০০ অপরাহ্ণ
নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন;সভাপতি ফজলুর রহমান , সাধারণ সম্পাদক মো.আব্দুল রউফ

কাজী মোস্তফা রুমি, ব্যবস্থাপনা সম্পাদক:
নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফজলুর রহমান সভাপতি ও নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আব্দুল রউফ সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে মো.ফজলুর রহমান ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো.আনোয়ার হোসেন ১৮৫ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে
মো.আব্দুল রউফ ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো.জাহাঙ্গীর হোসেন ১২১ ভোট পেয়ে পরাজিত হন।
গতকাল (২৮ জানুয়ারি) শনিবার শহীদ শামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়-শান্তিপূর্ণভাবে ভোট প্রদান ও গনণা করা হয়েছে। মোট ভোটার ৪২২ জনের মধ্যে ৩৯৭ জন ভোটার ভোট তাদের প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.