প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৩, ১১:০০ পূর্বাহ্ণ
সাংবাদিক এম মুসলিম চৌধুরীর বড় ভাই মুকিত চৌধুরী আর নেই, দাফন সম্পন্ন
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক এম মুসলিম চৌধুরীর বড় ভাই শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী, শ্রীমঙ্গল-শমশেরনগর বাস মালিক সমিতির সভাপতি ও সাবেক জাতীয় শ্রমিকলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখা সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী মুকিত এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল (২৭ জানুয়ারি) শুক্রবার বাদ জুম্মা শ্রীমঙ্গল কেন্দ্রীয় জামে মসজিদে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংস্কৃতির সেবক ও সমাজসেবক মোস্তাফিজুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন হয়। জানাযার নামাজে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিকর্মী ,পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন। উল্লেখ্য শমশেরনগর-শ্রীমঙ্গল বাস মালিক সমিতির সভাপতি ও সাবেক শ্রমিকলীগ নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরী মুকিত গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার লাইফ লাইন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এর আগে তিনি লিভার সিরোসিস জনিত রোগে আক্রান্ত হয়ে চেন্নাই এ্যাপেলোতে থেকে চিকিৎসা গ্রহণ করে আসছিলেন। গত ১৫ দিন আগে হঠাত করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার বিআরবি হসপিটালে আইসিউতে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারা পরীক্ষা করে তাঁর দুটো কিডনিই বিকল ঘোষনা করে। এরপর তাঁর কিডনি ডায়ালাইসিস করে মৌলভীবাজার নিয়ে আসা হয়।
এরপর গত ২১ জানুয়ারি উনাকে সংকটাপন্ন অবস্থায় মৌলভীবাজার লাইফ লাইন মেডিকেলে আইসিউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল ২৭ জানুয়ারি বিকেল থেকে অবস্থার আরো অবনতি দেখা দেয়। এক পর্যায়ে গতকাল (২৬ জানুয়ারি) বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তিনি চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। জানাযা শেষে শহরতলীর কালিঘাট রোডের বাইতুল আমান জামে মসজিদের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF