মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।গতকাল (২৫ জানুয়ারি) বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে সদর মডেল থানার এসআই মাহবুবুল আলমের নেতৃত্বে মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নের উত্তমপুর গ্রামের ফজর আলীর বাড়ি থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করে।
এসময় বাড়ির মালিক ফজর আলী (৫৫) কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ফজর আলী উমরপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজর আলী মাদক সেবন এবং মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত বলে স্বীকার করে। পরে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আটকৃত ফজর আলীর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF