এমকে কামরুল ইসলাম নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে সড়ক দূর্ঘটনায় ৯বছরের এক শিশু নিহত হয়েছে। উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঝালকাঠিগামী একটি সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি পিকআপের পিছনে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
এসময় ঝালকাঠি থানার চৌপাল গ্রামের রুস্তম আলীর ছেলের মো. মারজান(০৯) কে গুরুত্বর আহত অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয়। এতে সিএনজিতে থাকা আরও ৫জন গুরুত্বর আহত হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান, দূর্ঘটনার শিকার সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF