মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।রবিবার (২২ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের ঢাকা বাস স্টেন্ডের হবিগঞ্জ বাস মালিক সমিতির মৌলভীবাজার শাখা কার্যালয়ের সামনে থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক এক মাদক মারবারিকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারির নাম হিরো ভূঁইয়া (২৬)। আটক হিরো ভূইয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের স্বপন ভূইয়ার ছেলে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, মৌলভীবাজার শহরে কিলো ডিউটি চলাকালীন সময়ে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ঢাকা বাস স্ট্যান্ডের হবিগঞ্জ বাস মালিক সমিতি, মৌলভীবাজার শাখা নামক বাস কাউন্টারের সামনে একজন লোক বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এসআই মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে হিরো ভূঁইয়া নামে একজনকে আটক করে। পরে আসামির কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো আলাদা আলাদা ৫ প্যাকেটে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার কর হয়।
যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সোমবার সকালে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF